আবেদনের প্রক্রিয়া

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলা শিক্ষক/কর্মচারী নিয়োগ পরীক্ষার আবেদন প্রক্রিয়া

১. ওয়েবসাইট ব্যবহার

আবেদনকারীকে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি এই ওয়েবসাইট (https://apply.casckjobs.org) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। এই সাইটে আবেদনকারী সকল প্রকার নির্দেশিকা, লিংক এবং নোটিশ দেখতে পাবে।

২. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুতি

ওয়েবসাইট এ প্রবেশের আগে নিম্নে বর্ণিত জিনিসগুলো সাথে রাখতে হবে:

i.

স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা ৩০০ x ৩০০ pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (jpg), ফাইলের সাইজ ১০০ KB এর বেশি হবে না।

ii.

৩০০ x ৮০ pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg) (কাগজে কালো কালি দিয়ে গাঢ় করে স্বাক্ষর করে স্ক্যান করতে হবে), ফাইলের সাইজ ৮০ KB এর বেশি হবে না।

৩. রেজিস্ট্রেশন প্রক্রিয়া

(I) প্রার্থীদের আবেদন করার জন্য ওয়েবসাইটের 'লগইন' (যদি আপনি নিবন্ধিত হন তাহলে লগইন বোতাম টিপুন) / 'নিবন্ধন' (যদি আপনি নিবন্ধিত না হন তাহলে নিবন্ধন বোতামটি টিপুন) বাটনে ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং 'পিন পাঠান' বাটনে ক্লিক করতে হবে।

(II) তারপর আপনি একটি ৫ সংখ্যার পিন পাবেন এই পিনটি ব্যবহার করে আপনি ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।

(III) এই ফোন নম্বর এবং পিন ব্যবহার করে আপনি যেকোনো সময় সিস্টেমে লগইন করতে পারবেন।

৪-৬. তথ্য প্রদান ও যাচাইকরণ

প্রথম ধাপ - ব্যক্তিগত তথ্য

৪. প্রথমবার প্রার্থীর কাছে বিস্তারিত তথ্য সংগ্রহের নিবন্ধন ফরম আসবে। এই ফরমে নির্ধারিত বক্সে সকল তথ্য প্রদান করতে হবে।

৫. ছবি, স্বাক্ষর এবং অন্যান্য তথ্য দেয়া সম্পন্ন হলে ফরমের শেষে Declaration (ঘোষণা) অপশনে ক্লিক করে 'চূড়ান্ত জমা দিন' বাটনে ক্লিক করতে হবে, এবং এইভাবে নিবন্ধনের কাজটি সম্পন্ন হবে।

৭-৯. সিভি প্রস্তুতি

দ্বিতীয় ধাপ - সিভি তথ্য

৭. এরপর ড্যাশবোর্ড থেকে আপনাকে 'সিভি আপডেট' করুন বাটন টিপে আপনার সিভি আপডেট করতে হবে।

৮. এরপর প্রার্থীর সিভি ইনপুট দিয়ে 'সেভ' বাটনে ক্লিক করতে হবে।

৯. এরপর ড্যাশবোর্ড দেখা যাবে, সিভি জমা দেওয়া হয়েছে এবং সিভি ডাউনলোড।

১০. আবেদন ও পেমেন্ট প্রক্রিয়া

তৃতীয় ধাপ - নিয়োগের পদসমূহ

ড্যাশবোর্ড এর শুরুতে পদ সমূহের তালিকা দেখা যাবে:

i.

প্রতিটি পদ এর পাশে 'আবেদন করুন' বাটন থাকবে (প্রতিটি পদে আলাদা ভাবে আবেদন করতে হবে), 'আবেদন করুন' বাটনে ক্লিক করলে ঐ পদের আবেদনের নির্ধারিত ফী এবং পেমেন্টের বিবরণ প্রদর্শন করবে।

ii.

প্রার্থী যে মাধ্যমে পেমেন্ট করতে চান তা সিলেক্ট করতে হবে (SSL Commerce)

iii.

আমি শর্তাবলী পড়েছি এবং সম্মত হয়েছি, এবং আমি বুঝতে পারছি যে আবেদন ফি ফেরতযোগ্য নয়। Declaration (ঘোষণা) টি সিলেক্ট করতে হবে।

iv.

"এখনই পেমেন্ট করুন" বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে গিয়ে সিলেক্ট করা পেমেন্ট মাধ্যমের নিয়ম অনুসারে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে।

১১-১৪. প্রবেশপত্র ডাউনলোড

১১. সঠিক ভাবে ফরমটি সাবমিট হলে প্রার্থীকে কনফার্মেশন মেসেজ দেখানো হবে।

১২. আসন বিন্যাস হওয়ার পর প্রার্থীদের SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ জানিয়ে দেওয়া হবে।

১৩. প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি:

i.

প্রার্থীর কাছে মোবাইল নম্বর ও পিন নম্বর চাইবে। তখন পিন নম্বর দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করতে হবে।

ii.

প্রতিটি পদ এর পাশে Download বাটন থাকবে। এই বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

১৪. ডাউনলোড করা প্রবেশপত্রটি ১ কপি প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।

!

গুরুত্বপূর্ণ নোট: পরিশোধিত কোন অর্থ ফেরতযোগ্য নয়।

সহায়তা চান